প্রযুক্তি জাদুঘর

আমাদের চারপাশে ছড়িয়ে আছে নানা যন্ত্র। তার ভেতর খেলা করছে কত আধুনিক প্রযুক্তি। সে সব প্রযুক্তির ছোঁয়ায় আমাদের প্রতি দিনের জীবন এখন কত সহজ হয়ে এসেছে! এর পেছনে লুকিয়ে রয়েছে কত মানুষের, কত দিনের শ্রম! একটু মনোযোগ দিয়ে চারপাশ দেখলে আর ভাবলে অবাক হয়ে যেতে হয়।

একজন শিক্ষার্থীর জন্য চারপাশে যেন লুকিয়ে রয়েছে শেখার নানা উপাদান, বিষয়, ইতিহাস! চারপাশের নানা প্রযুক্তির মাঝে সে উপাদান, বিষয় আর ইতিহাসের খোঁজে শিক্ষা সভার এ প্রযুক্তি জাদুঘর।

অনলাইন এ জাদুঘরটি ২০২১ সালের ১লা নভেম্বর তারিখ থেকে চালু হয়েছে। এখন এ জাদুঘরের সংগ্রহ খুবই কম। আমরা আশা করি, ধীরে ধীরে এ সংগ্রহ সমৃদ্ধ হবে। সে যাত্রায় অংশ নিতে পারেন আপনিও। কোনো শিক্ষক বা শিক্ষার্থী আমাদের এ যাত্রায় তথ্য, ছবি বা মতামত দিয়ে অংশ নিলে আমরা খুশি হব।

plane

প্রযুক্তি ও এ সম্পর্কিত কয়েকটি বিষয়

ছবিসূত্র: latimes.com

প্রযুক্তি

মানব জীবনের ব্যবহারিক লক্ষ্যে অথবা মানব পরিবেশকে পরিবর্তন ও মানুষের কাজে লাগানোর ক্ষেত্রে জ্ঞানের প্রয়োগ। প্রযুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নানা উপাদান, হাতিয়ার, প্রযুক্তি ও শক্তির উৎস ব্যবহারের মাধ্যমে জীবনকে সহজতর করা অথবা সুখকর করা এবং কাজকে আরও উৎপাদনশীল করে তোলা। বিজ্ঞান যেখানে কীভাবে এবং কেন কোনো কিছু ঘটে, তা নিয়ে মাথা ঘামায়, প্রযুক্তি সেখানে কোনো কিছু ঘটানোর উপর মনোযোগ দেয়। মানুষ হাতিয়ার ব্যবহার শুরুর পরপরই প্রযুক্তি মানুষের প্রচেষ্টাকে প্রভাবিত করতে শুরু করেছিল। শিল্প বিপ্লব এবং পশু ও মানব শ্রমের বদলে যন্ত্র ব্যবহারের মধ্য দিয়ে প্রযুক্তির প্রসার ত্বরান্বিত হয়েছিল। ত্বরিত গতিতে ঘটা প্রযুক্তিগত উন্নয়নের জন্য দামও দিতে হয়, বায়ু ও পানি দূষণ এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত পরিবেশগত প্রতিক্রিয়ার মাধ্যমে।

ছবিসূত্র: Nandhu Kumar on Unsplash

প্রযুক্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ

প্রযুক্তি শব্দের ইংরেজি ‘টেকনোলজি’। শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘টেকনে’ (technē) ও ‘লগোস’ (logos) থেকে। গ্রিক ভাষায় ‘টেকনে’ শব্দের অর্থ শিল্প বা নৈপুণ্য। আর, ‘লগোস’ অর্থ শব্দ, বক্তব্য। অর্থাৎ, কারুশিল্প এবং প্রায়োগিক শিল্প বিষয়ক আলোচনা। ১৭শ শতকে টেকনোলজি শব্দটি প্রথম ইংরেজি ভাষায় ব্যবহৃত হতে শুরু করে।

ছবিসূত্র: thefinancialexpress.com.bd

উৎপাদনের যান্ত্রিকীকরণ

উৎপাদনের যান্ত্রিকীকরণ হল কায়িক শ্রমকে যন্ত্র দ্বারা প্রতিস্থাপন করা। যন্ত্র এবং যান্ত্রিক ব্যবস্থা চালু করা হলে তা শ্রমিকদের কষ্টকর, শ্রম-সাপেক্ষ কায়িক শ্রম থেকে মুক্তি দেয়। ঐতিহাসিকভাবে, শ্রম-সাপেক্ষ এবং কষ্টকর কাজ প্রাথমিকভাবে মৌলিক উৎপাদনের ক্ষেত্রে যান্ত্রিকীকরণ হয়েছিল; এরপরও অন্যান্য কাজে, বিশেষত সহায়ক কাজে উল্লেখযোগ্য পরিমাণে কায়িক শ্রম টিকে ছিল। এটা আংশিক যান্ত্রিকীকরণ।

ছবিসূত্র: britannica.com

শিল্প বিপ্লব

শিল্প বিপ্লব এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কৃষিভিত্তিক ও হস্তশিল্প-নির্ভর অর্থনীতি কলকারখানা ও যন্ত্রভিত্তিক উৎপাদন-নির্ভর অর্থনীতিতে পরিবর্তিত হয় । আঠারো শতকে ইংল্যান্ডে এটি শুরু হয়। প্রযুক্তিগত পরিবর্তনগুলোর মধ্যে ছিল লোহা ও ইস্পাত ব্যবহার, শক্তির নতুন-নতুন উৎস, স্পিনিং জেনিসহ নতুন যন্ত্রপাতি উদ্ভাবনের ফলে উৎপাদন বৃদ্ধি, কারখানা ব্যবস্থার উন্নতি এবং বাষ্পীয় ইঞ্জিন ও টেলিগ্রাফসহ যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। অন্য পরিবর্তনগুলোর মধ্যে ছিল কৃষি খাতের উন্নয়ন, আরও বিস্তৃত ক্ষেত্রে সম্পদের বণ্টন, রাজনৈতিক পরিবর্তন এবং ব্যাপক সামাজিক পরিবর্তন। অর্থনৈতিক ক্ষমতার এই পালাবদল রাজনৈতিক ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে এসেছিল। শিল্প বিপ্লব ১৭৬০ থেকে ১৮৩০ সাল পর্যন্ত মূলত ব্রিটেনে সীমাবদ্ধ ছিল। পরে এটি বেলজিয়াম ও ফ্রান্সে ছড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে তখন অন্য দেশগুলো পিছিয়ে ছিল। কিন্তু জার্মানি, যুক্তরাষ্ট্র ও জাপান যখন শিল্পায়নের ক্ষমতা অর্জন করে, তখন তারা ব্রিটেনের প্রাথমিক সাফল্যকে ছাড়িয়ে যায়। পূর্ব ইউরোপের দেশগুলো বিংশ শতকে এ ক্ষেত্রে পিছিয়ে ছিল। বিংশ শতকের মধ্যভাগের আগ পর্যন্ত চীন, ভারত ও অনুরূপ দেশগুলোতে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে নি। অনেক বিশ্লেষক বিংশ শতকের পরে দ্বিতীয় অথবা নতুন শিল্প বিপ্লবের নজির দেখেছেন। এক্ষেত্রে বিশ্লেষকগণ নতুন উপকরণ/উপাদান ও শক্তির উৎসের ব্যবহার, স্বয়ংক্রিয় কারখানা, উৎপাদনের উপকরণের উপর নতুন মালিকানা এবং অর্থনীতিতে অবাধ নীতি সমর্থক সরকার থেকে সরে আসাকে নজির হিসেবে বিবেচনা করেছেন।

ছবিসূত্র: history.com

শিল্পায়ন

কোনো আর্থ-সামাজিক ব্যবস্থা শিল্পপ্রধান ব্যবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে শিল্পায়ন বলা হয়। আঠারো শতকের শেষের দিকে ও উনিশ শতকে শিল্প বিপ্লবের সময় ব্রিটেনে যে পরিবর্তনগুলো ঘটেছিল, তা পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার শিল্পায়িত দেশগুলোকে এ ক্ষেত্রে পথ দেখিয়েছিল। শিল্পায়নের ফলে বিভিন্ন প্রযুক্তিগত এবং ব্যাপক সামাজিক অগ্রগতি ঘটেছিল। সামন্ততান্ত্রিক ও প্রথাগত বাধ্যবাধকতা থেকে শ্রমিকদের মুক্তি শ্রমের মুক্ত বাজার তৈরি করেছিল। এ বাজারে ব্যক্তি উদ্যোক্তাদের কেন্দ্রীয় ভূমিকা পালনের ক্ষেত্র তৈরি হয়েছিল। শহরগুলো বিপুল সংখ্যক মানুষকে আকৃষ্ট করেছিল। নতুন শিল্প-নগরী ও কল-কারখানাগুলোতে শ্রমিকরা জড়ো হচ্ছিল। শিল্পায়নে যে সব দেশ দেরী করে যোগ দেয়, তারা কিছু কিছু উপাদান ব্যবহার করার চেষ্টা করে। সোভিয়েত ইউনিয়ন উদ্যোক্তাদের রাখে নি। জাপান উদ্যোক্তাদের ভূমিকাকে উৎসাহিত করেছিল এবং টিকিয়ে রেখেছিল। ডেনমার্ক ও নিউ জিল্যান্ড কৃষির বাণিজ্যিকীকরণ ও যান্ত্রিকীকরণের মাধ্যমে প্রাথমিকভাবে শিল্পায়িত হয়েছিল।

ছবিসূত্র: newagebd.net

উৎপাদনের উপকরণসমূহ

বস্তুগত সম্পদ তৈরি করতে, সামাজিক উৎপাদন প্রক্রিয়ায় শ্রমের উপকরণ ও বস্তুকেই যৌথভাবে উৎপাদনের উপকরণ বলা হয়।

প্রযুক্তির ভাষায়

আমরা যেমন বিভিন্ন ভাষায় কথা বলি, তেমনই প্রযুক্তিরও যেন রয়েছে একটি নিজস্ব ভাষা। সে ভাষার আলাদা কোনো বর্ণমালা নেই। দৈনন্দিন জীবনে আমরা যে সব শব্দ ব্যবহার করি, প্রযুক্তির নানা ক্ষেত্রে অনেক সময় সেগুলোই ব্যবহৃত হয়। কিন্তু সে সব শব্দের অর্থ হয় প্রচলিত অর্থ থেকে ভিন্ন। এখানে সে রকম কিছু শব্দ যুক্ত করা হয়েছে।

আইডেনটিক্যাল (Identical):

একেবারে হুবহু। যেমন, ক হচ্ছে খ -এর আইডেনটিক্যাল বা হুবহু একই রকম বা ধরণ বা একই রকম দেখতে বা একই প্রকৃতির

আইডল (Idle):

১. কোনো কার্যকর কাজ না করে চালু আবস্থায় থাকা। যেমন, গাড়িটি এগুচ্ছিল না, তবে, গাড়ির ইঞ্জিন ছিল আইডলিং অবস্থায়। ২. একটি সমকোণী ত্রিভুজের “এ”, সমকোণের বিপরীত। “আইডল” বাংলা ভাষায় “অলস”, “কুঁড়ে”, “অমূলক”, “তুচ্ছ”, ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।

এলয় (Alloy):

(সংকর ধাতু) - কোনো ধাতব সারবস্তু, যাতে একাধিক ধাতুর মিশ্রণ রয়েছে। যেমন, ব্রোঞ্জ হচ্ছে তামা (Cu) ও টিনের (Sn) এলয় বা সংকর।

এয়ারলক (Airlock):

কোনো পাইপে বাতাসের বুদ্বুদ, যা পাইপ দিয়ে তরল বা গ্যাস প্রবাহে বাধা দেয়।

কগ (Cog):

১. দাঁতঅলা চাকার একটি দাঁত,
২. কগহুইল (cog-wheel) -এর সংক্ষিপ্ত রূপ

করুগেটেড (Corrugated):

ঢেউয়ের মত ভাঁজ থাকা

কিপার (Keeper):

একটি চুম্বকের চৌম্বকত্ব (magnetism) যাতে না হারায়, সে উদ্দেশ্যে লোহা বা ইস্পাতের একটি বার।
“কিপার” শব্দটি বাংলা ভাষায় “পালন”, “চরান”, “তত্ত্বাবধান”, “পাহারা”, “পরিচারক”, “ন্যায়রক্ষক”, “মৃগপালক”, রাজপুরুষবিশেষের পদসূচক উপাধি, ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।

ক্যালিপার্স (Callipers):

ভিতরের ও বাহিরের ব্যাস মাপার জন্য ব্যবহৃত একটি যন্ত্র।

ক্যালিপার গজ (Calliper gauge):

কোনো বস্তুর আয়তন যথাযথভাবে মাপার যন্ত্র।

ক্যাসেট বা টেপ ক্যাসেট (Cassette):

চারকোণা একটি প্লাস্টিক বা ধাতুর বাক্স। এর ভেতরে থাকে চৌম্বক ফিতা। এর সাহায্যেই শব্দ ও ছবি সংরক্ষণ করা যায়, পরে টেপ রেকর্ডারের সাহায্যে ইচ্ছামত শোনা বা দেখা যায়।

চিমনি (Chimney):

কোনো বাসা বা কারখানায় ধোঁয়া বা গ্যাস বের হওয়ার উঁচু পথ, যা পাথর বা ইট, সিমেন্ট বা ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়। কোথাও-কোথাও বিশেষ ধরনের বাঁশ বা মাটি দিয়েও চিমনি তৈরি হয়।

চেইন (Chain):

একসাথে যুক্ত থাকা কতগুলো ধাতব আংটা।

জ (Jaw):

একটি যন্ত্রের সেই অংশ, যেটি কোনো কিছুকে স্থিরভাবে ধরে বা আটকে রাখে।
“জ” শব্দটি বাংলা ভাষায় “চোয়াল”, “সংকীর্ণ প্রবেশপথ”, “বাচালতা”, ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।

জিগজ্যাগ (zig-zag):

আঁকাবাঁকা; আঁকাবাঁকা সর্পিল; কুটিল; আকস্মিক ক্ষুদ্র বাঁক; আঁকাবাঁকা রেখা; আঁকাবাঁকা রাস্তা।
জিগজ্যাগ প্রযুক্তি বলতে ইটভাটায় ইট পোড়ানোর একটি বিশেষ কৌশলকেও বোঝানো হয়। দক্ষতা বৃদ্ধি ও নিঃসরণ হ্রাস করার জন্য এ প্রযুক্তি ব্যবহৃত হয়।
আবার, কম্পিউটার সফটওয়্যার জগতে জিগজ্যাগ একটি তথ্য বিষয়ক মডেল। এটি আবিষ্কার করেছিলেন টেড নেলসন।
আমাদের দেশে জিগজ্যাগ প্রজাতির বাঁশ পাওয়া যায়।

নাট (Nut):

ছোট বর্গাকার বা ষড়ভুজাকার ধাতুর টুকরা। এর ভেতরের দিকে একটি প্যাঁচ থাকে, যার মাধ্যমে এটি একটি বল্টুর পিছন দিক থেকে যুক্ত হতে পারে।

নেক (Neck):

কোনো বোতল বা ফ্লাস্কের মুখের কাছে/নিকটে সরু অংশ।
এছাড়া, নেক বলতে ঘাড়/গ্রীবা/গলা/কণ্ঠ/গলদেশ বোঝায়।

ফেরো-কংক্রিট (Ferro-concrete):

কংক্রিট হলো একটি নির্মাণ উপকরণ। এটি বালু ও পাথরের টুকরো বা নুড়ি (ইংরেজিতে ‘এগ্রিগেট’ নামে পরিচিত) থেকে তৈরি একটি বিশেষ পদার্থ । একে সিমেন্ট ও পানির সাথে একত্রিত করে জমাট বাধানো বা শক্ত করা হয়।
ভেতরে ধাতু (সাধারণত স্টিল) রেখে যে কংক্রিট জমাট বাধানো হয়, তাকে বলা হয় ফেরো-কংক্রিট বা রেইনফোর্সড কংক্রিট বা আরসি। কেবল কংক্রিট সাধারণত বাতাস, ভূমিকম্প এবং কম্পনের মত চাপ নিতে পারে না। এজন্য ফেরো-কংক্রিট ব্যবহার করা হয়।

বল্টু (Bolt):

১। একটি ধাতব দণ্ড, যার একদিকে একটি মাথা আর আরেকদিকে একটি স্ক্রু-প্যাঁচ থাকে। বিভিন্ন বস্তুকে জোড়া লাগাতে নাটের সাথে এটি ব্যবহৃত হয়।
২। দরজা বা অন্য কোনো কিছুকে বন্ধ করতে একটি কোটরের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারে এমন দণ্ড।

ভ্যারনিয়ার (Vernier):

দৈর্ঘ্য পরিমাপের জন্য এক ধরনের স্কেল।

মাইক্রোমিটার (Micrometer):

খুব ছোট বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরিমাপ করার জন্য ব্যবহৃত যন্ত্র।

ম্যাক্সিমাম (Maximum):

১. সর্বোচ্চ, সর্বাধিক। ২. বিশেষ্য; যেমন, এখানে ম্যাক্সিমাম হচ্ছে “ওয়াই”(y) (মিনিমামের বিপরীত)। ম্যাক্সিমামের বহুবচন ম্যাক্সিমা।
বাংলা ভাষায় “সর্বাধিক”, “বৃহত্তম”, “সর্বাধিক সংখ্যা, মাত্রা, পরিমাণ, চরম বা পরম অবস্থা, ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।

রিটর্ট (Retort):

একটি পাত্র, যা ডিস্টিল করা, ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।

রিম (Rim):

চাকা বা গোলাকার কোনো কিছুর বাইরের দিকের প্রান্ত।

রেঞ্চ (Wrench):

নাট দৃঢ়ভাবে লাগানো ও ঢিলে করার একটি যন্ত্র।

র‍্যাক (Rack):

১. যন্ত্রপাতি রাখার যন্ত্র বা ব্যবস্থা, আয়োজন, ইত্যাদি।
২. দাঁতঅলা একটি বার। এর উপর গিয়ার হুইল বা গিয়ার চাকা ঘুরতে পারে। দুইটিকে একসাথে র‍্যাক ও পিনিয়ন (rack and pinion) বলে।
বাংলা ভাষায় চরম বেদনা বা সংশয়; জিনিসপত্র বা বই, ইত্যাদি রাখার তাক, ভাসমান বা ধাবমান মেঘ, ভাসমান কুয়াশা, মাত্রাধিক চাপা দেয়া, গাছ বা শিটা থেকে নিষ্কাশন করা, দাঁতাল যন্ত্র-সাহায্যে চালান, ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।

লেদ (Lathe):

একটি যন্ত্র, যা দিয়ে কোনো ঘূর্ণায়মান ধাতব, ইত্যাদি নির্মিত দ্রব্য কাটা হয় ও কোনো বিশেষ আকার দেওয়া হয়।

স্পিনিং জেনি (Spinning Jenny):

উল বা তুলাকে প্যাঁচানোর জন্য একাধিক টাকু সমৃদ্ধ প্রথম দিককার একটি যন্ত্র। ১৭৭০ সালে জেমস হারগিভস হস্তচালিত স্পিনিং জেনির প্যাটেন্ট নেন। পোশাক শিল্পের শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি উপাদান ছিল স্পিনিং হুইলের স্পিনিং জেনিতে উন্নীত হওয়া। তবে এটি থেকে উৎপন্ন দ্রব্য রিচার্ড আর্করাইটের ওয়াটার ফ্রেম দ্বারা উৎপন্ন দ্রব্যের তুলনায় নিম্নমানের ছিল।

স্পিন্ডল এন্ড হোর্ল বা টাকু এবং চাকা অথবা ড্রপ স্পিন্ডল (Spindle and whorl or drop spindle):

আঁশ থেকে বুনন বা সেলাইয়ের সুতা প্যাঁচানোর একদম প্রথম দিককার একটি যন্ত্র। যিনি সুতা ঘুরান তিনি আঁশকে বের করার জন্য স্পিন্ডল বা টাকুকে ছেড়ে দেন। আর, হোর্ল বা চাকাটি আঁশকে প্রয়োজনীয় পরিমাণ পাকানোর জন্য একে ঘোরাতে থাকে। পরবর্তীকালে এই টাকু এবং চাকার জায়গায় আসে স্পিনিং হুইল।

স্লিপ গজ (Slip gauge):

দৈর্ঘ্য খুব নিখুঁতভাবে পরিমাপের যন্ত্র।

হাইড্র্যান্ট (Hydrant):

ভালভযুক্ত একটি পাইপ, যা পানির উৎসের সাথে যুক্ত থাকে। এটি অনেকটা বড় একটি পানির ট্যাপের মত।

আমাদের চারপাশে ব্যবহৃত কিছু প্রযুক্তির উদাহরণ

linoComposeMachine

লাইনো কম্পোজ মেশিন

oldpressMachine

সুপ্রাচীন মুদ্রণ যন্ত্র

switchTopswitchBottom

রক্তচাপ মাপার যন্ত্র

switchTop

স্টেথোস্কোপ

switchTop

মডেম

torchtorchLighttorchToptorchBottom

টর্চ লাইট

flopy diskflopy disk back

ফ্লপি ডিস্ক

cdcdBottom

সিডি-ডিভিডি

starterstarter topstarter inside

স্টার্টার

pendriveFrontpendriveBack

পেনড্রাইভ

hardDiskFronthardDiskBack

হার্ডডিস্ক

switchTopswitchBottom

সুইচ

switchTop

ডেরিক
(১. এক ধরনের ক্রেন। ২. তেলকূপের ওপরে স্থাপিত কাঠামো।)

switchTop

কম্পিউটার

switchTop

ট্রাকের ডিজেল ট্যাংক

switchTop

বিভিন্ন আকারের মটর

switchTop

টায়ার

alert

দ্রষ্টব্য: এখানে উপস্থাপনকৃত সব বৈদ্যুতিক যন্ত্র বিদ্যুৎ হতে বিচ্ছিন্ন অবস্থায় সংগ্রহ করা হয়েছে। চলন্ত অবস্থায় এবং সাবধানতা ছাড়া কোনো যন্ত্রে হাত দেয়া যাবে না। নবীন শিক্ষার্থীরা চারপাশের কোনো বৈদ্যুতিক, ধারালো বা বিপজ্জনক যন্ত্র শিক্ষক বা উপযুক্ত সাহায্যকারী ছাড়া ধরবেন না। সে ক্ষেত্রে, কোনো রকম দুর্ঘটনার দায় শিক্ষা সভা বহন করবে না।