শিক্ষা সভা প্রযুক্তি জাদুঘর

একজন শিক্ষার্থীর জন্য চারপাশে যেন লুকিয়ে রয়েছে শেখার নানা উপাদান, বিষয়, ইতিহাস! চারপাশের নানা প্রযুক্তির মাঝে সে উপাদান, বিষয় আর ইতিহাসের খোঁজে শিক্ষা সভার এ প্রযুক্তি জাদুঘর।

labour image
labour image
labour image
labour image
labour image
labour image
labour image
labour image
labour image
labour image
মতামত দিন
plane

প্রযুক্তি সম্পর্কিত কয়েকটি বিষয়

প্রযুক্তি বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। এর সাথে সম্পর্ক রয়েছে সমাজ, ইতিহাস, অর্থনীতি ও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের। প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত এমন বিষয়গুলো সাজানো হয়েছে এ অংশে।

প্রযুক্তির ভাষায়

আমরা যেমন বিভিন্ন ভাষায় কথা বলি, তেমনই প্রযুক্তিরও যেন রয়েছে একটি নিজস্ব ভাষা। সে ভাষার আলাদা কোনো বর্ণমালা নেই। দৈনন্দিন জীবনে আমরা যে সব শব্দ ব্যবহার করি, প্রযুক্তির নানা ক্ষেত্রে অনেক সময় সেগুলোই ব্যবহৃত হয়। কিন্তু সে সব শব্দের অর্থ হয় প্রচলিত অর্থ থেকে ভিন্ন। এখানে সে রকম কিছু শব্দ যুক্ত করা হয়েছে।

আমাদের চারপাশে ব্যবহৃত কিছু প্রযুক্তির উদাহরণ

আমাদের চারপাশে ছড়িয়ে আছে নানা ধরনের প্রযুক্তি। নিত্যদিন আমরা এত ধরনের প্রযুক্তি দিয়ে ঘেরা থাকি যে ছোট খাট অনেক প্রযুক্তিই আমাদের চোখে পড়ে না। আবার, প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটছে। প্রযুক্তির পরিবর্তন কীভাবে ঘটছে তা ইতিহাসেরই অংশ। আজ যা সহজেই আমরা ব্যবহার করছি তা একদিনে আসে নি। অনেক দিন ধরে অনেক মানুষের শ্রম ও জ্ঞানের ফসল আজকের প্রযুক্তি। তাই, চারপাশের প্রযুক্তি ও তার ইতিহাস খোঁজার মাঝে রয়েছে মানব ইতিহাসেরই উপাদান। এ অংশে তাই আমাদের চারপাশের কিছু প্রযুক্তির নমুনা তুলে ধরা হয়েছে। (বিস্তারিত জানতে বাক্সে ক্লিক করুন।)

alert

দ্রষ্টব্য: এখানে উপস্থাপনকৃত সব বৈদ্যুতিক যন্ত্র বিদ্যুৎ হতে বিচ্ছিন্ন অবস্থায় সংগ্রহ করা হয়েছে। চলন্ত অবস্থায় এবং সাবধানতা ছাড়া কোনো যন্ত্রে হাত দেয়া যাবে না। নবীন শিক্ষার্থীরা চারপাশের কোনো বৈদ্যুতিক, ধারালো বা বিপজ্জনক যন্ত্র শিক্ষক বা উপযুক্ত সাহায্যকারী ছাড়া ধরবেন না। সে ক্ষেত্রে, কোনো রকম দুর্ঘটনার দায় শিক্ষা সভা বহন করবে না।

শিক্ষা সভা প্রযুক্তি জাদুঘর

আমাদের চারপাশে ছড়িয়ে আছে নানা যন্ত্র। তার ভেতর খেলা করছে কত আধুনিক প্রযুক্তি। সে সব প্রযুক্তির ছোঁয়ায় আমাদের প্রতি দিনের জীবন এখন কত সহজ হয়ে এসেছে! এর পেছনে লুকিয়ে রয়েছে কত মানুষের, কত দিনের শ্রম! একটু মনোযোগ দিয়ে চারপাশ দেখলে আর ভাবলে অবাক হয়ে যেতে হয়।

একজন শিক্ষার্থীর জন্য চারপাশে যেন লুকিয়ে রয়েছে শেখার নানা উপাদান, বিষয়, ইতিহাস! চারপাশের নানা প্রযুক্তির মাঝে সে উপাদান, বিষয় আর ইতিহাসের খোঁজে শিক্ষা সভার এ প্রযুক্তি জাদুঘর।

অনলাইন এ জাদুঘরটি ২০২১ সালের ১লা নভেম্বর তারিখ থেকে চালু হয়েছে। এখন এ জাদুঘরের সংগ্রহ খুবই কম। আমরা আশা করি, ধীরে ধীরে এ সংগ্রহ সমৃদ্ধ হবে। সে যাত্রায় অংশ নিতে পারেন আপনিও। কোনো শিক্ষক বা শিক্ষার্থী আমাদের এ যাত্রায় তথ্য, ছবি বা মতামত দিয়ে অংশ নিলে আমরা খুশি হব।

wow

জানা-অজানা!