(বিস্তারিত পড়তে বাক্সে ক্লিক করুন)
উৎপাদনের উপকরণসমূহ
বস্তুগত সম্পদ তৈরি করতে, সামাজিক উৎপাদন প্রক্রিয়ায় শ্রমের উপকরণ ও বস্তুকেই যৌথভাবে উৎপাদনের উপকরণ বলা হয়।
উৎপাদনের যান্ত্রিকীকরণ
উৎপাদনের যান্ত্রিকীকরণ হল কায়িক শ্রমকে যন্ত্র দ্বারা প্রতিস্থাপন করা।
প্রযুক্তি
মানব জীবনের ব্যবহারিক লক্ষ্যে অথবা মানব পরিবেশকে পরিবর্তন ও মানুষের কাজে লাগানোর ক্ষেত্রে জ্ঞানের প্রয়োগ।
প্রযুক্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ
প্রযুক্তি শব্দের ইংরেজি ‘টেকনোলজি’। শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘টেকনে’ (technē) ও ‘লগোস’ (logos) থেকে। গ্রিক ভাষায় ‘টেকনে’ শব্দের অর্থ শিল্প বা নৈপুণ্য। আর, ‘লগোস’ অর্থ শব্দ, বক্তব্য।
শিল্প বিপ্লব
শিল্প বিপ্লব এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কৃষিভিত্তিক ও হস্তশিল্প-নির্ভর অর্থনীতি কলকারখানা ও যন্ত্রভিত্তিক উৎপাদন-নির্ভর অর্থনীতিতে পরিবর্তিত হয়।
শিল্পায়ন
কোনো আর্থ-সামাজিক ব্যবস্থা শিল্পপ্রধান ব্যবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে শিল্পায়ন বলা হয়।