অক্ষাংশ (latitude)
বিষুবরেখা থেকে উত্তর-দক্ষিণ বরাবর পৃথিবীর কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় ল্যাটিচিউড বা অক্ষাংশ। এই দূরত্ব মাপা হয় কোণ দিয়ে। আর, কোণের মাপের সাথে উল্লেখ করতে হয় উত্তর বা দক্ষিণ দিকের কথা।
অধিক্রমণ (overlap)
কোনো কিছুর উপরে উঠে আসা বা কোনোকিছুর অংশবিশেষ ঢেকে রাখা।
আইডল (Idle)
কোনো কার্যকর কাজ না করে চালু আবস্থায় থাকা।
আইডেনটিক্যাল (Identical)
একেবারে হুবহু।
উইঞ্চ (winch)
শক্তিশালী কপিকলবিশেষ।
উপবৃত্ত (ellipse)
নির্দিষ্ট আকৃতির আবদ্ধ বক্রক্ষেত্র বোঝানো হয়। একটি কেন্দ্রের পাশাপাশি এ ক্ষেত্রের দুটি উপকেন্দ্র বা ফোকাস রয়েছে।
উলফ্ বটল (Woulff/Woulfe bottle)
রাসায়নিক পরীক্ষাগারে ব্যবহৃত হয়। সাধারণত দু-মুখী কাঁচের বোতল, যার তলাটা সমতল।
এক্সপোনেনসিয়াল ডিকেয় বা সূচকীয় হারে ক্ষয় (exponential decay)
সময়ের সাথে কোনো পদার্থ নির্দিষ্ট পরিমাণে কমে যাওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়াকে বোঝায়।
এক্সার্ট বা প্রয়োগ (exert)
শক্তি বা বল প্রয়োগ বোঝানো হয়।
এক্সেনট্রিক বা উৎকেন্দ্রিক (eccentric)
উৎকেন্দ্রিক, অর্থাৎ, যার উৎকেন্দ্রিকতা রয়েছে।
এন্টার (enter)
প্রবেশ বা অন্তর্ভুক্তি।
এয়ারলক (Airlock)
কোনো পাইপে বাতাসের বুদ্বুদ।
এলবো (elbow)
কনুই, মানবদেহের অঙ্গবিশেষ। বাঁকানো পাইপের জয়েন্ট বোঝাতেও এলবো ব্যবহৃত হয়।
এলয় (Alloy)
(সংকর ধাতু) - কোনো ধাতব সারবস্তু, যাতে একাধিক ধাতুর মিশ্রণ রয়েছে।
এ্যাকসল (Axle) বা অক্ষদণ্ড
কাঠ, ধাতু বা অন্য কিছু দিয়ে তৈরি যে দণ্ড চাকাবাহিত যানে দু দিকের চাকাকে যোগ করে।
ওড-লেগ ক্যালিপার (odd-leg calliper)
যে ক্যালিপারের একটি পা বাঁকা।
ওভয়েড বা ডিম্বাকৃতি (ovoid)
ডিমের মত আকৃতিবিশিষ্ট।
ওর্ম গিয়ার (worm gear)
বিশেষ ধরনের গিয়ার যা যন্ত্রের শব্দ, কম্পন কমাতে সাহায্য করে। এছাড়া স্বল্প আয়তনের মাঝে যন্ত্রের সকল উপাদান রেখে যন্ত্র নকশা বা তৈরি সম্ভব করে তোলে।
কক্ষপথ বা অরবিট (orbit)
গ্রহ বা বস্তুকণার চলার পথ। যে পথে বস্তু নিয়মিত আবর্তন করে।
কগ (Cog)
১. দাঁতঅলা চাকার একটি দাঁত, <br/>২. কগহুইল (cog-wheel) -এর সংক্ষিপ্ত রূপ
করুগেটেড (Corrugated)
ঢেউয়ের মত ভাঁজ থাকা
কিপার (Keeper)
একটি চুম্বকের চৌম্বকত্ব (magnetism) যাতে না হারায়, সে উদ্দেশ্যে লোহা বা ইস্পাতের একটি বার।
ক্যাপস্টান (Capstan)
জাহাজে ব্যবহার করা হয় এমন এক ধরনের যন্ত্র, যার সাহায্যে জাহাজের নোঙর, ইত্যাদি ভারী জিনিস কম আয়াসে ওঠানো যায়।
ক্যামশ্যাফ্ট (camshaft)
একটি ঘূর্ণনশীল অক্ষ, যার সাথে বিভিন্ন আকৃতির ‘ক্যাম’ যুক্ত থাকে।
ক্যালকুলেট বা গণনা (calculate)
গাণিতিক হিসাবের মাধ্যমে কোনো কিছু নির্ধারণ প্রক্রিয়া।
ক্যালিপার গজ (Calliper gauge)
কোনো বস্তুর আয়তন যথাযথভাবে মাপার যন্ত্র।
ক্যালিপার্স (Callipers)
বস্তুর বা স্থানের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব, ব্যাস বা গভীরতা মাপার জন্য ব্যবহৃত যন্ত্র। এ ধরনের যন্ত্রে দুটি চোয়াল বা দুটি পা থাকে।
ক্যাসেট বা টেপ ক্যাসেট (Cassette)
চারকোণা একটি প্লাস্টিক বা ধাতুর বাক্স। এর ভেতরে থাকে চৌম্বক ফিতা।
ঘূর্ণাবর্ত (eddy)
বৃত্তাকার গতি বা নড়াচড়া। সাধারণত, পানির বৃত্তাকার গতির ফলে ছোট ছোট যে ঘূর্ণি দেখা যায় তাকেই ঘূর্ণাবর্ত বা এডি বলে।
চিমনি (Chimney)
কোনো বাসা বা কারখানায় ধোঁয়া বা গ্যাস বের হওয়ার উঁচু পথ, যা পাথর বা ইট, সিমেন্ট বা ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়। কোথাও-কোথাও বিশেষ ধরনের বাঁশ বা মাটি দিয়েও চিমনি তৈরি হয়।
চেইন (Chain)
একসাথে যুক্ত থাকা কতগুলো ধাতব আংটা।
জ (Jaw)
একটি যন্ত্রের সেই অংশ, যেটি কোনো কিছুকে স্থিরভাবে ধরে বা আটকে রাখে।
জিগজ্যাগ (zig-zag)
আঁকাবাঁকা; আঁকাবাঁকা সর্পিল; কুটিল; আকস্মিক ক্ষুদ্র বাঁক; আঁকাবাঁকা রেখা; আঁকাবাঁকা রাস্তা।
তরঙ্গদৈর্ঘ্য (wavelength):
একটি তরঙ্গ যতটুকু দীর্ঘ, তাকেই সেই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বলে।
দৈর্ঘ্য (length)
কোনো কিছুর (স্থান বা বস্তুর) এক প্রান্ত হতে অন্য প্রান্ত কত দূরে তা প্রকাশে ব্যবহৃত রাশি।
ধার (edge)
যে রেখায় বা রেখাংশে এসে কোনো বস্তু বা তার ক্ষেত্র শুরু বা শেষ হয়।
নাট (Nut)
ছোট বর্গাকার বা ষড়ভুজাকার ধাতুর টুকরা।
নেক (Neck)
কোনো বোতল বা ফ্লাস্কের মুখের কাছে/নিকটে সরু অংশ।
ফেরো-কংক্রিট (Ferro-concrete)
ভেতরে ধাতু (সাধারণত স্টিল) রেখে যে কংক্রিট জমাট বাধানো হয়, তাকে বলা হয় ফেরো-কংক্রিট বা রেইনফোর্সড কংক্রিট বা আরসি।
বল্টু (Bolt)
একটি ধাতব দণ্ড, যার একদিকে একটি মাথা আর আরেকদিকে একটি স্ক্রু-প্যাঁচ থাকে। বিভিন্ন বস্তুকে জোড়া লাগাতে নাটের সাথে এটি ব্যবহৃত হয়।
বোফোর স্কেল (Beaufort scale)
আবহ পর্যবেক্ষণে বায়ুর গতি জ্ঞাপক পর্যায়।
ভ্যারনিয়ার (Vernier)
দৈর্ঘ্য পরিমাপের জন্য এক ধরনের স্কেল।
মাইক্রোমিটার (Micrometer)
খুব ছোট বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরিমাপ করার জন্য ব্যবহৃত যন্ত্র।
ম্যাক্সিমাম (Maximum)
সর্বোচ্চ, সর্বাধিক
রিটর্ট (Retort)
একটি পাত্র, যা ডিস্টিল করা, ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
রিম (Rim)
চাকা বা গোলাকার কোনো কিছুর বাইরের দিকের প্রান্ত।
রেঞ্চ (Wrench)
নাট দৃঢ়ভাবে লাগানো ও ঢিলে করার একটি যন্ত্র।
র্যাক (Rack)
যন্ত্রপাতি রাখার যন্ত্র বা ব্যবস্থা, আয়োজন,
লাইনিং (lining)
আস্তরণ। এমন স্তর যা ভিন্ন উপাদানে তৈরি আরেকটি স্তরকে ঢেকে রাখে।
লিঙ্ক (link):
সংযোগ। দুটি বস্তু বা ধারণা বা দুইজন ব্যক্তির মাঝে সংযোগ বোঝাতে লিঙ্ক শব্দটি ব্যবহৃত হয়।
লেদ (Lathe)
একটি যন্ত্র, যা দিয়ে কোনো ঘূর্ণায়মান ধাতব, ইত্যাদি নির্মিত দ্রব্য কাটা হয় ও কোনো বিশেষ আকার দেওয়া হয়।
ল্যাটারাল বা পার্শ্বীয় (lateral)
এক পাশের অংশবিশেষ বা কোনো কিছুর শাখা।
সাম্যাবস্থা (equilibrium)
চলতি ভাষায় বুদ্ধিবৃত্তিক বা আবেগীয় ভারসাম্য বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে।
স্পিনিং জেনি (Spinning Jenny)
উল বা তুলাকে প্যাঁচানোর জন্য একাধিক টাকু সমৃদ্ধ প্রথম দিককার একটি যন্ত্র।
স্পিন্ডল এন্ড হোর্ল বা টাকু এবং চাকা অথবা ড্রপ স্পিন্ডল (Spindle and whorl or drop spindle)
আঁশ থেকে বুনন বা সেলাইয়ের সুতা প্যাঁচানোর একদম প্রথম দিককার একটি যন্ত্র।
স্লিপ গজ (Slip gauge)
দৈর্ঘ্য খুব নিখুঁতভাবে পরিমাপের যন্ত্র।
হাইড্র্যান্ট (Hydrant)
ভালভযুক্ত একটি পাইপ, যা পানির উৎসের সাথে যুক্ত থাকে।