rack

র‍্যাক (Rack)

১. যন্ত্রপাতি রাখার যন্ত্র বা ব্যবস্থা, আয়োজন, ইত্যাদি।
২. দাঁতঅলা একটি বার। এর উপর গিয়ার হুইল বা গিয়ার চাকা ঘুরতে পারে। দুইটিকে একসাথে র‍্যাক ও পিনিয়ন (rack and pinion) বলে।
বাংলা ভাষায় চরম বেদনা বা সংশয়; জিনিসপত্র বা বই, ইত্যাদি রাখার তাক, ভাসমান বা ধাবমান মেঘ, ভাসমান কুয়াশা, মাত্রাধিক চাপা দেয়া, গাছ বা শিটা থেকে নিষ্কাশন করা, দাঁতাল যন্ত্র-সাহায্যে চালান, ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।