আবহ পর্যবেক্ষণে বায়ুর গতি জ্ঞাপক পর্যায়। ০ থেকে ১২ পর্যন্ত প্রচলিত পর্যায়। ঘণ্টায় ১ মাইলের কম বায়ুর বেগ বোঝানোর জন্য ০ দেখানো হয়। ঘণ্টায় ৭৫ মাইলের বেশি বেগ হলে বায়ুকে ১২ গতিবিশিষ্ট বলা হয়। তবে, বৈজ্ঞানিকভাবে সঠিক বায়ুর গতি বোঝানোর জন্য “ঘণ্টায় এত মাইল বা কিলোমিটার” - এভাবে বলা হয়। তবে, সংক্ষেপে, বোফোর স্কেল বহু প্রচলিত।