আঁশ থেকে বুনন বা সেলাইয়ের সুতা প্যাঁচানোর একদম প্রথম দিককার একটি যন্ত্র। যিনি সুতা ঘুরান তিনি আঁশকে বের করার জন্য স্পিন্ডল বা টাকুকে ছেড়ে দেন। আর, হোর্ল বা চাকাটি আঁশকে প্রয়োজনীয় পরিমাণ পাকানোর জন্য একে ঘোরাতে থাকে। পরবর্তীকালে এই টাকু এবং চাকার জায়গায় আসে স্পিনিং হুইল।