link

লিঙ্ক (link):

সংযোগ। দুটি বস্তু বা ধারণা বা দুইজন ব্যক্তির মাঝে সংযোগ বোঝাতে লিঙ্ক শব্দটি ব্যবহৃত হয়।

ইন্টারনেটে যোগাযোগের ক্ষেত্রে প্রায়ই ইউআরএল এবং লিঙ্ক একই অর্থে ব্যবহৃত হয়। কিন্তু লিঙ্ক করা বলতে ইন্টারনেটের এক ঠিকানা হতে অন্য ঠিকানায় নেয়ার কাজকে বোঝায়। আর যে বিন্দু বা বোতামে ক্লিক করলে এ সংযোগ স্থাপনের কাজটি হয়, তাকে লিঙ্ক বলে। ইউআরএল (ইউনিফর্ম রিসোর্স লোকেটর) বলতে সেই ঠিকানা বোঝায়।