overlap

অধিক্রমণ (overlap)

কোনো কিছুর উপরে উঠে আসা বা কোনোকিছুর অংশবিশেষ ঢেকে রাখা। চলতি ভাষায়, দুটি ঘটনা একই সময়ে ঘটলে তা বোঝাতেও অধিক্রমণ শব্দটি ব্যবহৃত হয়। যেমন, পরমাণুর ভেতর অরবিটালের অধিক্রমণ ঘটে। ছবিতে পি অরবিটালের অধিক্রমণ বা ওভার‌ল্যাপ দেখানো হয়েছে।