জাহাজে ব্যবহার করা হয় এমন এক ধরনের যন্ত্র, যার সাহায্যে জাহাজের নোঙর, ইত্যাদি ভারী জিনিস কম আয়াসে ওঠানো যায়। আগে নাবিকরা এ যন্ত্রটি বড় বড় ডাণ্ডা দিয়ে হাতে ঘোরাতেন। এখন এ যন্ত্র বাষ্প বা বিদ্যুতে চালিত হয়।