equilibrium

সাম্যাবস্থা (equilibrium)

চলতি ভাষায় বুদ্ধিবৃত্তিক বা আবেগীয় ভারসাম্য বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। পদার্থবিদ্যায় এমন এক অবস্থাকে নির্দেশ করা হয়, যেখানে সময়ের সাথে কোনো ব্যবস্থার গতি বা অভ্যন্তরীন শক্তি অপরিবর্তিত থাকে। পদার্থবিদ্যার শাখা তাপগতিবিদ্যায় সাম্যাবস্থা বলতে তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার ভারসাম্য বজায় রয়েছে বোঝায়।