এক পাশের অংশবিশেষ বা কোনো কিছুর শাখা। জীববিদ্যায় শরীরের পাশের দিক বোঝাতে এ শব্দ ব্যবহৃত হয়। ল্যাটারাল সিস্টেম বা ব্যবস্থা বলতে অবশ্য বোঝানো হয় কোডিং-এর বিশেষ ব্যবস্থা। আর, পুরকৌশল ও স্থাপত্যবিদ্যায় ল্যাটারাল সিস্টেম বলতে বোঝায় বিশেষ কাঠামো, যা দিয়ে বাতাস, ভূমিকম্প, ইত্যাদির পার্শ্বীয় কম্পনের বিরুদ্ধে স্থাপনার ভারসাম্য বজায় রাখা হয়।