ferroConcrete

ফেরো-কংক্রিট (Ferro-concrete)

কংক্রিট হলো একটি নির্মাণ উপকরণ। এটি বালু ও পাথরের টুকরো বা নুড়ি (ইংরেজিতে ‘এগ্রিগেট’ নামে পরিচিত) থেকে তৈরি একটি বিশেষ পদার্থ । একে সিমেন্ট ও পানির সাথে একত্রিত করে জমাট বাধানো বা শক্ত করা হয়।
ভেতরে ধাতু (সাধারণত স্টিল) রেখে যে কংক্রিট জমাট বাধানো হয়, তাকে বলা হয় ফেরো-কংক্রিট বা রেইনফোর্সড কংক্রিট বা আরসি। কেবল কংক্রিট সাধারণত বাতাস, ভূমিকম্প এবং কম্পনের মত চাপ নিতে পারে না। এজন্য ফেরো-কংক্রিট ব্যবহার করা হয়।