ellipse

উপবৃত্ত (ellipse)

নির্দিষ্ট আকৃতির আবদ্ধ বক্রক্ষেত্র বোঝানো হয়। একটি কেন্দ্রের পাশাপাশি এ ক্ষেত্রের দুটি উপকেন্দ্র বা ফোকাস রয়েছে।

উপবৃত্তের উপরের যে কোনো বিন্দু থেকে ফোকাসের দূরত্ব, আর সেই বিন্দু থেকে দিকাক্ষের দূরত্ব নির্দিষ্ট অনুপাত মেনে চলে। দিকাক্ষ হল উপবৃত্তের বাইরে অক্ষের লম্বভাবে অবস্থিত একটি রেখা। আর উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের সংযোগকারী সরলরেখা হল সেই অক্ষ।