বৃত্তাকার গতি বা নড়াচড়া। সাধারণত, পানির বৃত্তাকার গতির ফলে ছোট ছোট যে ঘূর্ণি দেখা যায় তাকেই ঘূর্ণাবর্ত বা এডি বলে। চলার পথে বাধা পেলে পানির স্রোত সে বাধা পেরিয়ে যায়। তখন বাধার পেছনে অপেক্ষাকৃত স্রোতবিহীন অঞ্চলে পানি বৃত্তাকার পথে ঘুরতে থাকে। সে স্থানেই এ ঘটনা দেখা যায়।