industrialisation

শিল্পায়ন

কোনো আর্থ-সামাজিক ব্যবস্থা শিল্পপ্রধান ব্যবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে শিল্পায়ন বলা হয়।

আঠারো শতকের শেষের দিকে ও উনিশ শতকে শিল্প বিপ্লবের সময় ব্রিটেনে যে পরিবর্তনগুলো ঘটেছিল, তা পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার শিল্পায়িত দেশগুলোকে এ ক্ষেত্রে পথ দেখিয়েছিল। শিল্পায়নের ফলে বিভিন্ন প্রযুক্তিগত এবং ব্যাপক সামাজিক অগ্রগতি ঘটেছিল। সামন্ততান্ত্রিক ও প্রথাগত বাধ্যবাধকতা থেকে শ্রমিকদের মুক্তি শ্রমের মুক্ত বাজার তৈরি করেছিল। এ বাজারে ব্যক্তি উদ্যোক্তাদের কেন্দ্রীয় ভূমিকা পালনের ক্ষেত্র তৈরি হয়েছিল। শহরগুলো বিপুল সংখ্যক মানুষকে আকৃষ্ট করেছিল। নতুন শিল্প-নগরী ও কল-কারখানাগুলোতে শ্রমিকরা জড়ো হচ্ছিল। শিল্পায়নে যে সব দেশ দেরী করে যোগ দেয়, তারা কিছু কিছু উপাদান ব্যবহার করার চেষ্টা করে। সোভিয়েত ইউনিয়ন উদ্যোক্তাদের রাখে নি। জাপান উদ্যোক্তাদের ভূমিকাকে উৎসাহিত করেছিল এবং টিকিয়ে রেখেছিল। ডেনমার্ক ও নিউ জিল্যান্ড কৃষির বাণিজ্যিকীকরণ ও যান্ত্রিকীকরণের মাধ্যমে প্রাথমিকভাবে শিল্পায়িত হয়েছিল।